প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২১, ১৬:২৯
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে জেলে গুরুদেব হালদারের জালে ১৮ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পরেছে।শনিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে পদ্মা ও যমুনার মোহনায় মাছটি ধরা পরে। মাছটি আড়তে বিক্রির উদ্দেশ্যে আনলে স্থানীয় উৎসুক জনতা এক নজর দেখতে ভীড় জমায়।
পরে মাছটি দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে অবস্থিত ছাইক্যা মোল্লার আড়ৎতে বিক্রির উদ্দেশ্যে আনলে উন্মুক্ত নিলামের মাধ্যমে স্থানীয় মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ১৪০০ শত টাকা কেজি দরে মোট ২৫ হাজার ২০০শ টাকায় কিনে নেন।
এ বিষয়ে দৌলতদিয়া ফেরি ঘাটের মাছ ব্যাবসায়ী মো. চান্দু মোল্লা জানান, সকালে দৌলতদিয়া মাছের আড়ৎ থেকে ১৪০০ কেজি দরে মোট ২৫ হাজার ২০০ শত টাকায় মাছটি ক্রয় করেছি। এখন মাছটি ১৫ শত কেজি দরে বিক্রয়ের জন্য বড় বড় ব্যাবসায়ীর কাছে মুঠোফোনে যোগাযোগ করছি।
এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রেজাউল শরীফ জানান, পদ্মা নদীর সুস্বাদু পানিতে এখন মাঝেমধ্যেই এ ধরনের বড় মাছ পাওয়া যাবে। তবে সাড়ে ১৮ কেজি ওজনের কাতল মাছ সাধারনত খুব বেশি ধরা পড়ে না।