প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২১, ২২:১৭
প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে টানা ১৮ মাস বন্ধের পর আজ ১২ সেপ্টেম্বর সারা দেশের মতোই সরাইলে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের পাঠদান চলছে।ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার বিভিন্ন রাস্তায় সকাল থেকে রঙ্গে রঙ্গে ব্যাগ কাঁধে নিয়ে কোমলমতি শিক্ষার্থীদের পদচারণায় আনন্দে মুখরিত শিক্ষাপ্রতিষ্ঠান মাস্ক ও ফুলেল শুভেচ্ছায় শ্রেণি কক্ষে ঢুকলো শিক্ষার্থীরা । সারা দেশের ন্যায় সরাইলে কয়েক শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হয়েছে ক্লাস।
ফলে আবারো প্রাণচাঞ্চল্যতা ফিরে পেয়েছে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে। এদিন সকাল ৯টা থেকেই শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে শিক্ষার্থীরা আসতে শুরু করে। সরেজমিনে দেখা যায়,হ্যান্ড স্যানিটাইজারের কাজ শেষে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে প্রবেশ করে।এছাড়া শারীরিক দূরত্ব বজায় রেখেই শুরু হয় ক্লাস। শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের উপস্থিতি ছিল সরব। বহুদিন পর শিক্ষা প্রতিষ্ঠান খোলায় শিক্ষার্থীরাও উদ্দীপ্ত। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করেছেন,সরাইল উপজেলা প্রশাসন।