প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২১, ২২:৩৫
রাজবাড়ীর গোয়ালন্দে ১'শ পিস ইয়াবাবড়িসহ মো. দবির শেখ (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। সে দৌলতদিয়া সোরাপ মন্ডলের পাড়ার মো. দুলাল শেখের ছেলে।শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে এক এজাহারের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এর আগে শুক্রবার দিবাগত মধ্যরাতে উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১০ সেপ্টেম্বর) মধ্যরাতে দৌলতদিয়া ট্রাক টার্মিনালে ডিউটি চলাকালীন এসআই জুয়েল রানা, এএসআই শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ দৌলতদিয়া যৌনপল্লীতে অভিযান চালিয়ে শিরিন বাড়িওয়ালীর বাড়ির গলির সামনে পথের উপর থেকে ১শ পিস ইয়াবাবড়িসহ মো. দবির শেখকে গ্রেফতার করে।
এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, মাদক নির্মূলে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় দবিরকে ১শ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮, ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে রাজবাড়ীর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।