প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২১, ২১:৩১
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকায় পদ্মা নদীতে জেলের জালে ১১ কেজি ওজনের বিরল প্রজাতির একটি ঢাঁই মাছ ধরা পড়েছে । শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে দৌলতদিয়া ফেরিঘাটের অদুরে মানিকগন্জের জেলে রামকৃষ্ঞ হালদারের জালে মাছটি ধরা পরে।জানা গেছে, শনিবার সকাল ৬ টার দিকে পদ্মা নদীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় জাল ফেলে জেলে রামকৃষ্ঞ ও তার সহকারীরা।
প্রায় ২ কিলোমিটার ভাটিতে কর্ণেশনা এলাকায় গিয়ে তারা জালে বড় ধরনের টান অনুভব করেন। এ সময় তার জাল টেনে উপরে তুরে দেখেন ঢাঁই মাছটি আটকেছে। সকাল ৮ টার দিকে মাছটিকে তিনি দৌলতদিয়া ফেরিঘাটে মোহন মন্ডলের আড়তে আনলে হলে সেখানে উম্মুক্ত নিলামের মাধ্যমে সর্বোচ্চ ৩ হাজার ১০০ শত টাকা কেজি দরে মোট ৩৪ হাজার ১০০ টাকা দিয়ে কিনে নেন স্থানীয় মৎস্য ব্যাবসায়ী সম্রাট শাহজাহান।পরে মুঠোফোনে যোগাযোগ করে মাছটিকে তিনি ৩২'শ টাকা কেজি দরে ঢাকার এক ব্যাবসায়ীর নিকট ৩৫ হাজার ২০০ টাকায় বিক্রি করেন।
সম্রাট শাহজাহান জানান,এখন প্রতিদিনই পদ্মা-যমুনা নদীর এ এলাকায় বড় বড় মাছ ধরা পড়ছে।এতে জেলেদের পাশাপাশি তারা ব্যাবসায়ীরাও খুশি।তবে ঢাঁই মাছ খুবই বিরল প্রজাতির। এ মাছ অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিগুন সমৃদ্ধ বলে এর দামও বেশ চড়া।গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রেজাউল শরিফ বলেন, পদ্মায় পানি বৃদ্ধির ফলে নদীর বড় বড় মাছগুলো খাবারের সন্ধানে কিনারায় আসছে। এ সুযোগে জেলেরা জাল ফেলে প্রায় প্রতিদিনই মাছগুলো শিকার করছে। এতে জেলেরা লাভবান হচ্ছে।তবে মাছগুলো সংরক্ষণ করা গেলে পরবর্তীতে সেগুলো নদীতে বংশ বিস্তার করতে পারত।