প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২১, ০:৫৮
টানা ২য় বারের মত ঢাকা মেট্রোপলিটন পুলিশের শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর এবং সেই সাথে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন পল্টন থানার এস আই সুজন কুমার তালুকদার।
গত আগস্ট মাসে সর্বোচ্চ পরিমানে ইয়াবা উদ্ধার করে শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর হিসেবে এ সাফল্য অর্জন করেন তিনি। এর আগে গত জুন-জুলাই মাসেও সর্বোচ্চ পরিমানে মাদক-দ্রব্য উদ্ধার করে সুজন কুমার তালুকদার পুরস্কৃত হন।
উল্লেখ্য, প্রতি মাসেই ডিএমপি হেডকোয়ার্টার্সে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় অস্ত্র, মাদক, গ্রেফতারি পরোয়ানা তামিলসহ বিভিন্ন ক্যাটাগরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়।