প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২১, ২২:২৪
নিন্ম আয়ের খেটে-খাওয়া মানুষের জীবন যাপনের কথা বিবেচনা করে তাদের পাশে এসে দাড়িয়েছে প্রশাসন। করোনা ভাইরাসের দ্বিতীয় দফায় সংক্রমণ শুরু থেকে বরিশাল জেলা প্রশাসন দরিদ্র অসহায় মানুষের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বুধবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে ৩৩৩এ ফোন করা ৫০০ নিন্ম আয়ের খেটে-খাওয়া দরিদ্র, দুঃস্থ, ভাসমান এবং অসচ্ছল মানুষের মাঝে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সামগ্রী বিতরণ করেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার এনডিসি মোঃ নাজমূল হুদা, সহকারী কমিশনার নিরুপম মজুমদার, জেলা ত্রাণ ও পুনবার্সন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়সহ আরও অনেকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা উপহার সামগ্রী হিসেবে খাদ্য সহায়তা চাল ২০ কেজি, ডাল ২ কেজি, আলু ২ কেজি, তেল ১ লিটার, চিনি ১ কেজি, লবন ১ কেজি ও ১টি সাবান বিতরণ করা হয়।