প্রকাশ: ৩১ আগস্ট ২০২১, ০:৫৬
মুক্তিযুদ্ধের গবেষক ও লোক সংস্কৃতি গবেষক সাংস্কৃতিক ব্যক্তিত্ব শফিউদ্দিন তালুকদারের স্মরণ সভা ও দোয়া মাহফিল ভূঞাপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে মঙ্গলবার (৩১ আগস্ট) ইবরাহীম খাঁ সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জলিল আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ। বিশেষ অতিথি ছিলেন নিকরাইল শমসের ফকির ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সাত্তার, অধ্যাপক শংকর দাশ, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলার সভাপতি অধ্যাপক আজহার আলী,নিখিল চন্দ্র বসাক, সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন তালুকদার জিন্নাহ।
আলোচনা করেন- উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল, উপাধ্যক্ষ গোলাম রব্বানী রতন, ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, অধ্যক্ষ হাসান আলী সরকার, ছড়াকার শাজু রহমান, জাহিদুল ইসলাম মোস্তফা, অধ্যাপক আনোয়ারুল ইসলাম পাপ্পু, সাংবাদিক আখতার হোসেন খান, অধ্যাপক মশিউর রহমান, গবেষক মামুন তরফদা, হাসান ছরোয়ার লাভলু, হারুন অর রশিদ হিটলার, অধ্যাপক আলী রেজা, কায়ছার হোসেন খান, সোহরাব জোয়াদ্দার প্রমুখ।