প্রকাশ: ২৮ আগস্ট ২০২১, ০:২৪
সারা দেশের সাথে একযোগে মাদারীপুরের কালকিনি উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করিথ এ শ্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২১ উপলক্ষে বিভিন্ন পত্রিকা ও টিভি মিডিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে উপজেলা মৎস্য অফিস কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা প্রনব কুমার দত্ত, মৎস্য সম্প্রসারন কর্মকর্তা শাহরিয়ার, সাংবাদিক এইচ এম মিলন, মোঃ জাফরুল হাসান, মোঃ নাসিরউদ্দিন ফকির লিটন, ম.ম হারুন অর রশিদ, মোঃ রফিকুল ইসলাম মিন্টু, মোঃ কায়কোবাদ শামীম, বিএম হানিফ, মোঃ আতিকুর রহমান আজাদ, মোঃ আবির হাসান পারভেজ, শেখ লিয়াকত হোসেন, মোঃ শাহাদাত হোসেন ওয়াশিম, মোঃ সবুজ খান, রকিবুজ্জামান ও রোমান বেপারী প্রমুখ।