প্রকাশ: ২৩ আগস্ট ২০২১, ২:৪৩
আশাশুনিতে কোভিড-১৯ সংক্রমণের কারণে ক্ষতিগ্রস্থ নিন্ম আয়ের মানুষের মধ্যে শুধুমাত্র ৩৩৩ নম্বরে ফোন করে অনুরোধকারীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া জরুরী খাদ্য সহায়তার প্যাকেজ বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে উপজেলা পরিষদের সামনে ৩২টি পরিবারের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ূন কবির।
উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁনের সভাপতিত্বে এসময় সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, তথ্য ও প্রযুক্তি কর্মকর্তা আক্তার ফারুক বিল্লাহ, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন। প্রতিটি খাদ্য সহায়তা প্যাকেজে চাউল ১০ কেজি, ডাল ১ কেজি, আলু ৩ কেজি, সোয়াবিন তেল ২ লিটার, পেঁয়াজ ১ কেজি, রসুন ১ কেজি, লবন ১ কেজি, সাবান ২ পিস ও ১০০ গ্রাম দারুচিনি এবং লবঙ্গ প্রদান করা হয়েছে।