প্রকাশ: ২৩ আগস্ট ২০২১, ২১:৪৬
টাঙ্গাইলের কালিহাতি থানার ইছাপুর এলাকা হতে গতকাল সোমবার (২৩আগষ্ট) ভোরে সরকারকে ফাঁকি দিয়ে জাল সরকারি রাজস্ব স্ট্যাম্প লাগিয়ে বিড়ি বিক্রির অভিযোগে দুই যুবককে আটক করেছে টাঙ্গাইল র্যাব -১২। এ সময় তাদের কাছ থেকে বত্রিশ হাজার দুইশত পঁয়ষট্টিটি প্যাকেট জাল রাজস্ব স্ট্যাম্প লাগানো পাখি স্পেশাল বিড়ি উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, মোঃ খলিল মোল্লার ছেলে মোঃ ফরিদ মোল্লা (৩০) ও মোঃ আতিয়ার আলী শেখের ছেলে মোঃ মুরাদ আলী শেখ (৩১), উভয়ের বাড়ি কুষ্টিয়া জেলার বটতৈল গ্রামে।
র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মোঃ এরশাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল তার নেতৃত্বে সোমবার (২৩আগষ্ট) ভোরে টাঙ্গাইলের কালিহাতি থানার ইছাপুর এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ খলিল মোল্লার ছেলে মোঃ ফরিদ মোল্লা (৩০) ও মোঃ আতিয়ার আলী শেখের ছেলে মোঃ মুরাদ আলী শেখ (৩১) এর কাছ থেকে বত্রিশ হাজার দুইশত পঁয়ষট্টিটি প্যাকেট জাল রাজস্ব স্ট্যাম্প লাগানো পাখি স্পেশাল বিড়ি সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।আসামীদ্বয়ের বিরুদ্ধে টাঙ্গাইল জেলার কালিহাতি থানায় মামলা দায়ের করা হয়েছে।