প্রকাশ: ২১ আগস্ট ২০২১, ১৮:৪৫
টাঙ্গাইল র্যাব-১২, শনিবার (২১ আগষ্ট) সকালে টাঙ্গাইল জেলার বাসাইল থানার একঢালা বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে তিনটি দেশীয় অস্ত্র ও ছয় গ্রাম হেরোইন সহ ওই এলাকার হরমুজ আলীর ছেলে মোঃ তোফাজ্জল শিকদার (৫৬) ও নয়া মিয়ার ছেলে মাঃ ময়নাল হোসেন মেম্বার (২৮) নামে দুই আসামীকে গ্রেফতার করেছে।
র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মোঃ এরশাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২১ আগষ্ট) ভোরে টাঙ্গাইল জেলার বাসাইল থানার একঢালা বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে ওই এলাকার হরমুজ আলীর ছেলে মোঃ তোফাজ্জল শিকদার (৫৬) ও নয়া মিয়ার ছেলে মাঃ ময়নাল হোসেন মেম্বার (২৮) নামে দুই আসামীকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে তিনটি দেশীয় অস্ত্র ও ছয় গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে টাঙ্গাইল জেলার বাসাইল থানায় মামলা দায়ের করা হয়েছে।