প্রকাশ: ২০ আগস্ট ২০২১, ৩:৩৪
বরিশালে শোক দিবসের ব্যানার অপসারণকে কেন্দ্র করে আনসার-পুলিশের সাথে আওয়ামীলীগ নেতাকর্মীদের দফায় দফায় হামলা ও গোলাগুলির জের ধরে নগরীর ময়লা আবর্জনা অপসারণ বন্ধ করে দিয়েছেন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নকর্মীরা। পাশাপাশি নগরীর সব টিকাদান কেন্দ্র থেকে চলে গেছেন স্বেচ্ছাসেবকরা। এতে ভোগান্তিতে পড়েছেন করোনা টিকা গ্রহীতারা এবং নগরবাসী। আর এ ব্যাপার নিয়ে সিটি কর্পোরেশনের দায়িত্বরতা কেউ গণমাধ্যমের সাথে কথা বলতে রাজী হননি।
সরেজমিনে নগরীর বিভিন্ন ওয়ার্ডে ঘুরে স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, গত বুধবার রাতের ঘটনার পর থেকেই পরিচ্ছন্ন কর্মীরা ময়লা অপসারণ করা বন্ধ করে দেয়। তারা জানান, সাধারণত রাত ৮টার পরপরই নগরীর ময়লা আবর্জনা পরিস্কার পরিচ্ছন্ন করতে নামে সিটি কর্পোরেশনের কর্মীরা। তবে গত দুইদিন যাবত নগরীর প্রতিটি ওয়ার্ডে ময়লার স্তুপ হলেও তা পরিস্কার করা হয়নি।
নগরীর সদর উপজেলা সংলগ্ন বাসিন্দারা বলেন, বুধবার রাতে সিটি কর্পোারেশনের ময়লার গাড়ি থেকে সড়কে যে ময়লা ফেলা হয়েছে তা এখনো সরানো হয়নি। উপরন্তু পাড়া মহল্লায়ও ময়লা অপসারণ না করায় দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিচ্ছন্ন কর্মী জানান, “বুধবার রাতের ঘটনায় কয়েকশ’ লোকের নামে মামলা হয়েছে। শুনেছি তার মধ্যে আমাদেরও নাম আছে। এজন্য গ্রেফতার আতংকে রয়েছেন তারা। তাই আত্মগোপনে রয়েছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা নগরবাসীর সেবায় কাজ করি। আমাদের নিরাপত্তা না পেলে কিভাবে কাজ করবো?”
এদিকে, বরিশাল সিটি করপোরেশন এলাকায় করোনা টিকা প্রদানের ২৪টি টিকা কেন্দ্র থেকে বৃহস্পতিবারই চলে গেছেন স্বেচ্ছাসেবকরা। এতে ভোগান্তিতে পড়েছেন টিকা গ্রহীতারা। প্রতিদিনই টিকা গ্রহীতারা এসে বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে ফিরে যাচ্ছেন।
এ বিষয়ে বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক হোসেন ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা রবিউল ইসলামকে একাধিকবার ফোন দিয়েও তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।