প্রকাশ: ১৯ আগস্ট ২০২১, ৪:৫৯
চাঁদাবাজি মামলায় টাঙ্গাইল পৌরসভার ১৭নং ওয়ার্ডের কাউন্সিলর আতিকুর রহমান মোর্শেদকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পৌরসভার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেপ্তারের পর টাঙ্গাইলের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান মাহমুদ রাসেলের উপস্থিতিতে আতিকুর রহমান ওরফে হাজী মহসীন ওরফে মোর্শেদের বাসায় অভিযান চালায় পুলিশ। এসময় হাজী মোর্শেদের ঘর থেকে ফলস্ ছাদের উপর বস্তায় মোড়ানো একটি কম্বলের ভিতর থেকে একটি নাইন এমএম পিস্তল, ৬ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন এবং একটি ৭.৬২ পিস্তল, একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণের ওসি দেলোয়ার হোসেন জানান, শহরের সাবালিয়া এলাকার সৈয়দ আশিকুর রহমান আশিক(২৮) বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল সদর মডেল থানায় চাঁদাবাজির অভিযোগ এনে মামলা দায়ের করেন। তিনি টাঙ্গাইল পৌরসভার ১৭নং ওয়ার্ড কাউন্সিলর ও টাঙ্গাইল জেলা যুবলীগের সহসভাপতি আতিকুর রহমান ওরফে হাজী মহসীন ওরফে মোর্শেদসহ ৫ জন এবং অজ্ঞাতনামা ১৫/২০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
বিকালে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, শহরের সাবালিয়া এলাকার আশিকুর রহমান আশিক নামের এক যুবক পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ এনে সকালে সদর থানায় কাউন্সিলরকে প্রধান আসামি করে ৫ জনের নামে মামলা দায়ের করেন। পরে সেই মামলায় দুপুরে তাকে গ্রেফতার করা হয়। তাকে নিয়ে তার বিশ্বাস বেতকা এলাকার বাসায় অভিযান চালিয়ে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার বেডরুমের সিলিংয়ের উপর কম্বলে প্যাঁচানো অবস্থায় দুটি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। চাঁদাবাজি মামলা ছাড়াও তার বাসা থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করা হবে।