প্রকাশ: ৭ আগস্ট ২০২১, ২০:১০
পিরোজপুরের কাউখালীতে করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে কাউখালী উপজেলা কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কমিটির উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলার ৫টি ইউনিয়নে একযোগে শনিবার সকাল নয়টায় গণটিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ খালেদা খাতুন রেখা, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান, কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ বনি আমিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সুনীল কুন্ডু, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও চিরাপাড়া-পারসাতুরিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মাহামুদ খান খোকন,
সদর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, আমরাজুড়ী ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর মুন্সী, শিয়ালকাঠী ইউপি চেয়ারম্যান সিকদার মোঃ দেলোয়ার হোসেন, সয়না রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান এলিজা সাঈদ সহ টিকাপ্রদানে জড়িত সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ খালেদা খাতুন রেখা জানান, গণটিকা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সম্পূর্ণ ফ্রি রেজিষ্ট্রেশনের মাধ্যমে পাঁচটি ইউনিয়নে ছয়শত ডোজ হারে মোট তিন হাজার ডোজ টিকা প্রদান করা হবে।