প্রকাশ: ৬ আগস্ট ২০২১, ২৩:৪০
নওগাঁর ধামইরহাটে ২৫০ জন অসহায় মানুষ পেলেন বসুন্ধরা গ্রুপের খাদ্য সহায়তা। কোভিড-১৯ মহামারিতে বর্তমানে কর্মহীন হয়ে পড়া এসব মানুষের চরম খাদ্য সংকটে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
শুক্রবার সকাল ১০টায় ধামইরহাট সরকারি এম এম কলেজ মাঠে কালেরকণ্ঠ শুভসংঘ এর সার্বিক সহযোগিতায় উপজেলার বিভিন্ন পেশার কর্মহীন হয়ে পড়া ২৫০ জনের মাঝে ১০ কেজি চাল,৩কেজি আটা এবং ৩ কেজি ডাল বিতরণ করা হয়।
এসব খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো.আজাহার আলী,উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়,ধামইরহাট সরকারি এম এম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.ফরিদুজ্জামান,চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম খেলাল-ই-রব্বানী,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ মো.শহীদুল ইসলাম,
ধামইরহাট থানার উপপরিদর্শক সবুজ মিয়া,কালেরকণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান,সাবেক ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, কালেরকণ্ঠের নওগাঁ জেলা প্রতিনিধি ফরিদুল করিম তরফদার,শুভসংঘের জয়পুরহাট জেলা প্রতিনিধি আহসান হাবিব জেসান,
শুভসংঘের ধামইরহাট উপজেলা সভাপতি আব্দুর রহিম,সাধারণ সম্পাদক আমজাদ হোসেন,সাবেক ইউপি সদস্য আনজু আরা,রুবি খাতুন,ধামইরহাট প্রেসক্লাবের সভাপতি আব্দুল আজিজ,সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক,সাংবাদিক হারুন আল রশীদ,এসএম মাসুদুর রহমান প্রমুখ।