
ধামইরহাটে প্রতিবন্ধি গৃহবধুকে ধর্ষণের অভিযোগ

প্রকাশ: ২ আগস্ট ২০২১, ২৩:৩৯

নওগাঁর ধামইরহাটে এক প্রতিবন্ধি গৃৃহবধুকে ধর্ষণের খবর পাওয়া গেছে। বিষয়টি নিয়ে ওই গৃহবধুর স্বামী বাদী হয়ে থানায় গত রবিবার রাতে একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। গৃহবধুর ডাক্তারী পরীক্ষা সম্পন্নের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ধামইরহাট থানায় মামলা সূত্রে জানা গেছে,উপজেলার খেলনা ইউনিয়নের অন্তর্গত পশ্চিম চকভবানী গ্রামের জনৈক কৃষক (৪৫) গত ২৫ জুলাই তারিখে সকালে তার প্রতিবন্ধি স্ত্রী (৩০) ও তার বৃদ্ধা মা কে নিজ বাড়ীতে রেখে মাঠে কাজ করতে যায়।

তার মা বাড়ির অদূরে এক আত্মীয় বাড়ীতে বেড়াতে যায়। এ সুযোগের ওই দিন দুপুর দেড়টার দিকে একই গ্রামের আমিনুল ইসলাম (৪০) তার বাড়ীতে প্রবেশ করে প্রধান দরজা বন্ধ করে প্রতিবন্ধি ওই গৃহবধুকে জোর পূর্বক ধর্ষণ করে।

পরবর্তীতে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা চালায় একটি পক্ষ। কিন্তু কোন তার কোন সমাধান না হওয়ায় গৃহবধুর স্বামী বাদী হয়ে ধামইরহাট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। ঘটনার পর থেকে আসামী আমিনুল ইসলাম পলাতক রয়েছে।

এব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল মমিন বলেন,প্রতিবন্ধি গৃহবধুর স্বামী বাদী হয়ে থানায় গত রবিবার সন্ধ্যায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

তিনি জানান, গৃহবধুর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন এবং ম্যাজিস্ট্রেটের নিকট জবানবন্দি প্রদানের জন্য আদালতে পাঠানো হয়েছে। এছাড়া আসামীকে ধরার জন্য পুলিশের পক্ষ চেষ্টা চলছে।

সর্বশেষ সংবাদ
