প্রকাশ: ১ আগস্ট ২০২১, ৩:৩৪
পিরোজপুরের কাউখালীতে করোনায় আক্রান্ত ব্যাক্তির বাড়ীতে ভালোবাসার পরশ নিয়ে গেলেন কাউখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মৃদুল আহম্মেদ সুমন।
আজ রবিবার দুপুরে কাউখালী উপজেলার ৩নং সদর ইউনিয়নের বাশুরী গ্রামের আব্দুল হকের স্ত্রী মোসাঃ রেনু বেগম করোনায় আক্রান্ত হয়েছে এ খবর পেয়ে ভালোবাসর পরশ নিয়ে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন নিজেই চলে যান তার বাড়ীতে এবং করোনা আক্রান্ত ব্যাক্তির শারীরিক অবস্থার খোজ-খবর নেন।
ভালোবাসার পরশ নামের ব্যাগটিতে ঔষধসহ খাদ্য সামগ্রী ছিল।
এসময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহম্মেদ, স্বেচ্ছাসেবক মোঃ সাকিল, শান্ত প্রমুখ। এর আগেও একাধিক করোনায় আক্রান্ত ব্যাক্তির বাড়ীতে ভালোবাসার পরশ নিয়ে গেছেন।