প্রকাশ: ২৭ জুলাই ২০২১, ২৩:৪২
মইনুল হক মৃধা,রাজবাড়ী সদর উপজেলার আলিপুর ইউনিয়নের কামালদিয়া-পাঁচুরিয়া সড়কের শান্তিনগর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় নুসরাত (৫) নামের এক শিশু মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৭ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে।নুসরাত আলিপুর ইউনিয়নের শান্তিনগর গ্রামের কামেজ প্রমাণিকের মেয়ে।
শিশুর পরিবার ও স্থানীয়রা জানায়, সকাল ৯টার দিকে শিশু নুসরাত রাস্তা পার হওয়ার সময় একটি ব্যাটারিচালিত ইজিবাইক তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহদত হোসেন বলেন, ঘাতক ইজিবাইক ও চালকের এক সহযোগী (১৪) কে আটক করা হয়েছে। মূল চালক পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। শিশুটির পরিবার অভিযোগ দায়ের করছেন। অভিযোগের প্রেক্ষিতে আমরা সিধান্ত গ্রহণ করবো।