প্রকাশ: ২৬ জুলাই ২০২১, ২২:২৯
জয়পুরহাটের পাঁচবিবিতে গরু চুরি করে মেয়ে জামাইকে দান করার অপরাধে জামাই মাসুমকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে উপজেলার দৈবকনন্দনপুর গ্রামে নিজ বাড়ি থেকে গরুসহ জামাইকে আটক করা হয়। গরুর মালিক রবিউল ইসলাম বাদী পাঁচবিবি থানায় মাসুমসহ ৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেছেন।
এলাকাবাসীরা জানান, গত শনিবার (১৭ই জুলাই) দিবাগত রাতে উপজেলার পাড়ইল গ্রামের শাহাজুল ইসলাম নারুর ছেলে রবিউল ইসলামের বাড়ী থেকে একটি গাভী চুরি হয়। অনেক খোঁজাখুঁজির পর গাভীটি উপজেলার দৈবকনন্দনপুর গ্রামের আনোয়ার হোসেনের বিয়াই মৃত আব্বাস আলীর ছেলে কেরামত আলীর বাড়ীতে আছে বলে সন্ধান পান। পরে স্থানীয় ইউপি সদস্য মোনোয়ার হোসেনকে বিষয়টি জানালে ওই ইউপি সদস্য পাঁচবিবি থানা পুলিশ ও স্থানীয় আওয়ামীলীগ নেতাদের সহযোগিতায় গাভীটি উদ্ধার করা হয়।
ইউপি সদস্য মোনোয়ার হোসেন বলেন,গাভীটি চুরি করে নিয়ে গিয়ে মেয়ে জামাইকে দান করেছেন বলে মাসুম তাকে জানিয়েছে। রবিউল ইসলাম বলেন, উপজেলার রছুলপুর ধোপারপাড় গ্রামের সমশের আলী ছেলে আনোয়ার হোসেন,তার বিয়াই দৈবকনন্দনপুর গ্রামের মৃত আব্বাসের ছেলে কেরামত আলীর ও জামাই কেরামত আলীর ছেলে মাসুমের নামে গতকাল রবিবার সন্ধ্যায় পাঁচবিবি থানায় চুরির মামলা দায়ের করছেন।