প্রকাশ: ২৫ জুলাই ২০২১, ১৮:৫০
মাননীয় প্রধানমন্ত্রী অঙ্গীকার গৃহহীন থাকবে না কোন পরিবার, মুজিব শতবর্ষে তার এই যুগান্তকারী মহতি আশ্রয়ন প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রদত্ত ঘর পরিদর্শন করেন বরিশাল বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল।
শনিবার বিকালে পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানার আশ্রয়ন প্রকল্পের ঘরগুলো পরিদর্শন করেন। এসময় তিনি এসব ঘরে পুনর্বাসিত পরিবার গুলোর সদস্যদের সাথে কথা বলেন,এবং তাদের বিভিন্ন সুযোগ সুবিধা বিষয় খোঁজ খবর নেন।
এর আগে তিনি নেছারাবাদে আসার সময় মাগুরা কুনিহারি নামক স্থানে নার্সারী শিল্প পরিদর্শন করেন এবং পরে আটঘর কুড়িয়ানার আদমকাঠিতে পেয়ারা বাগানে সদ্য নির্মীত একটি পর্যটন কেন্দ্র ঘুরে দেখেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, পিরোজপুর জেলা এডিসি রওশন ইসলাম, নেছারাবাদ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসেন, সহকারী কমিশনার ভুমি বশির গাজী, স্বরূপকাঠি পৌরসভা মেয়র গোলাম কবির, নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মাদ হোসেন, আটঘর-কুড়িয়ানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিঠুন হালদার, স্বরূপকাঠি প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম সহ অন্যান্য সাংবাদিক বৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।