প্রকাশ: ১৭ জুলাই ২০২১, ২২:৪৭
জয়পুরহাটের পাঁচবিবিতে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আসন্ন ইউনিয়ন পরিষদের মেম্বার পদের দোয়া প্রার্থী খুরশিদ আলম (৩৫) নামের একজন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
শনিবার রাতে ধরঞ্জী-কড়িয়া রাস্তার বয়েন উদ্দিন হাজির পুকুরের পার্শ্বে থেকে তাকে আটক করা হয়। আটককৃত ধরঞ্জী ইউনিয়নের ধরঞ্জী গ্রামের আতোয়ার হোসেনের ছেলে। সে আসন্ন ধরঞ্জী ইউনিয়নের ৪ নং ধরঞ্জী ওয়ার্ডের মেম্বার পদের দোয়া প্রার্থী হিসাবে প্রচার চালিয়ে যাচ্ছি ছিলেন।
পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ধরঞ্জী-কড়িয়া রাস্তার বয়েন উদ্দিন হাজির পুকুরের পার্শ্বে পাকা রাস্তার উপর মাদকদ্রব্য কেনাবেচা চলছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ৫০পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। মাদকদ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক শনিবার দুপুরে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।