প্রকাশ: ১৪ জুলাই ২০২১, ২৩:৩৫
নওগাঁর ধামইরহাটে সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু এরশাদের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার বিকেল ৪টায় উপজেলা জাপা কার্যালয়ে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জাতীয় পার্টির আহবায়ক দেওয়ান আব্দুল হান্নান এর সভাপতিত্বে পল্লীবন্ধু এরশাদের কর্মময় জীবনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক মো.আব্দুল মান্নান,সদস্য সচিব মো.বদিউজ্জামান,বিশিষ্ট ছাত্রনেতা মো.মুক্তারুল আলম, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডা.আমিনুর রহমান, জাপা নেতা আনিছুর রহমান,নজরুল ইসলাম,মতিউর রহমান,আমিনুল ইসলাম,আবু বক্কর,রবিউল ইসলাম,আবুল হোসেন,সাদেকুল ইসলাম,
সিদ্দিক হোসেন,আব্দুর রহিম প্রমুখ। পরে এরশাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়। অনুষ্ঠানে জাতীয় পার্টির তৃণমূল পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।