প্রকাশ: ১৪ জুলাই ২০২১, ২২:৫৭
গোয়ালন্দে প্রতিটি পরিবারের দোর গোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে গোয়ালন্দে স্বেচ্ছাসেবী সংগঠন "গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবকে" একটি এ্যাম্বুলেন্স উপহার হিসাবে প্রদান করা হয়েছে।
বুধবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাব কার্যালয়ে, গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও মোস্তফা মেটাল ইন্ডাঃ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা মুন্সী,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আজিজুল হক খান মামুন ও গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্টাতা ও সভাপতি মো. সেলিম মুন্সী, গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের সাধারণ সম্পাদক মো.মাহফুজুর রহমান মিলনের হাতে উপহার হিসাবে এ্যাম্বুলেন্স এর চাবি হস্তান্তর করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আসিফ মাহমুদ, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, পৌর ছাত্রলীগ সভাপতি মো. রাতুল আহমেদ ও গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের এক ঝাক উদ্যোমী তরুন সেচ্ছাসেবক ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সংবাদকর্মী গণ।
মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ প্রতিষ্টাতা ও গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী বলেন, গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাব গত দুই বছর যাবৎ উপজেলার অসহায় মানুষের বিভিন্ন ভাবে চিকিৎসা সেবা দিয়ে আসছে। করোনা কালীন সময় থেকে চলমান পর্যন্ত গ্রামে গ্রামে গিয়ে রোগীদের সেবা দিচ্ছে। তারা করোনা আক্রান্ত রোগীদের হাসপাতালে পৌছানোর ব্যবস্থা করছেন। রোগীদের অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করেছেন। এটা নিশ্চয় একটি মানবতা সেবামূলক কাজ। এই সেবামূলক কাজে একটু অংশগ্রহন করলাম মাত্র। ভবিষ্যতে আমি ও আমার প্রতিষ্ঠান গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের সকল সেবামূলক কাজের সাথে অংশগ্রহন করবো।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউওনও) মো. আজিজুল হক খান মামুন বলেন, এ ধরনের মহতী কাজ করে, মহতী ব্যক্তিরা গোয়ালন্দবাসীর সেবা দেওয়ার জন্য ব্লাড ডোনার ক্লাবে একটি এ্যাম্বুলেন্স দিয়েছেন। এই মহতী সেবা এখন সাধারণ মানুষের দুয়ারে পৌছাবে।
গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. সেলিম মুন্সী বলেন, গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল থেকে যে সমস্ত রোগী রেফার করে জরুরী ভাবে চিকিৎসার জন্য ফরিদপুর ও রাজবাড়ী পাঠানো হবে এবং উপজেলার মধ্যে কোন মুমূর্ষ রোগীর চিকিৎসার জন্যও জরুরীভাবে ফরিদপুর ও রাজবাড়ী নেয়ার প্রয়োজন হলে শুধু তেল খরচ রোগীর স্বজনদের বহন করতে হবে এবং হতদরিদ্রদের তেল খরচের ব্যাপারে কতৃপক্ষ বিবেচনা করবেন। উপজেলার একটি মানুষও যেন বিনা চিকিৎসায় মারা যাবে না। এটি আমাদের প্রতিষ্ঠানের অঙ্গিকার। তিনি আরো বলেন, মানবতার কাজে এ্যাম্বুলেন্স টি ব্লাড ডোনার ক্লাব'কে প্রদান করার জন্য মোস্তাফা মেটাল ইন্ডাঃ লিঃ এবং প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সংবাদকর্মীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।
জরুরী পরিসেবার জন্য ২৪ ঘন্টায় হট লাইন নাম্বারে 01822894129, 01795508090 যোগাযোগ করলে এ্যাম্বুলেন্স সার্ভিসটি পাওয়া যাবে।