
বরিশালে মৎস্য ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু !

প্রকাশ: ১৪ জুলাই ২০২১, ১৮:৪০

বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ৮নং ওয়ার্ড মেঘিয়া এলাকায় হারুন শিকাদার(৪৮) নামের এক মৎস্য ব্যাবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (১৩জুলাই) সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়।

প্রাথমিকভাবে স্ট্রোক করে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হলেও তার মৃত্যু নিয়ে পুরো মেঘিয়া এলাকায় একটা রহস্যের সৃস্টি হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা জানান,বহু বছর যাবত পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিলো তারই আপন ছোট বোনের সাথে। এছাড়াও মৃত হারুনের মায়ের রেখে যাওয়া একটি স্বর্নের আংটি নিয়ে দুই ভাই বোনের মধ্যে মাঝে মধ্যেই ঝামেলা হয়।

এসকল বিষয় সমাধানের জন্য গতকাল সোমবার (১৩জুলাই) বিকেলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পরিবারের অন্যান্য আত্বীয় স্বজনের উপস্থিতিতে একটি সালিসি মীমাংসা করার জন্য চেস্টা করা হয়।

তবে সালিশি চলাকালীন সময় হারুন শিকদারের বোনের ছেলে ইমন হটাৎ করেই হারুন শিকদারের বড় ভাইকে অকাত্য ভাষায় গালাগালি শুরু করে পরবর্তীতে তিনি থামানোর চেষ্টা করলে ইমন ও তার ভাই হাসান অতর্কিত হামলা চালায়। এতে হারুন শিকদারের ঘারের উপর গুরুত্বর আঘাত লাগে এমনকি তার বুকে একটা ঘুষি দেয় ইমন।

এসময় হারুন শিকদার অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়লে তাকে চেয়ারের উপর বসানোর চেষ্টা করলে তিনি আর কোনো কথা বলতে পারেনি।পরবর্তীতে হারুন শিকদারের ছেলে রাজু এলাকার মানুষের সাহায্যে হাসপাতালে নেয়ার চেস্টা করলে পথিমধ্যেই তার মৃত্যু হয়।

এদিকে এঘটনা ধামাচাপা দিতে ইমন ও হাসানের পরিবার স্থানীয়দের সাহায্যে হারুন শিকদারের পরিবারকে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদানের চেষ্টা করছে বলে অভিযোগ স্বজনদের।

মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার সময় ঘটনাস্থলে এয়ারপোর্ট থানার এ এস আই আব্দুর রাজ্জাক পরিদর্শন করেন। তবে নিহত হারুন শিকদারের লাশ পোস্টমর্টেম করা হবে কিনা তা এখনো জানা যায়নি।

