প্রকাশ: ১৪ জুলাই ২০২১, ১৮:২১
কঠোর লকডাউনের শেষ দিন আজ। আগামীকাল বৃহস্পতিবার থেকে লকডাউন শিথিল করা হয়েছে। এরই মধ্যে শিমুলিয়া ফেরিঘাটে বেড়েছে মানুষের চাপ। কঠোর বিধিনিষেধের শেষ দিনে সকাল থেকে সড়কে যানবাহন ও মানুষের চলাচল আরও বেড়েছে। সড়ক-মহাসড়কে অবাধে চলছে যানবাহন।
কঠোর বিধিনিষেধের শেষ দিনে আজ সকাল থেকেই যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। সেই সঙ্গে ব্যক্তিগত যানবাহনে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের সংখ্যাও বেড়েছে। একই সঙ্গে রাজধানীর চেকপোস্ট গুলোতে হঠাৎ করেই পুলিশকে কিছুটা কঠোর অবস্থান নিতে দেখা গেছে।
আজ বুধবার (১৪ জুলাই) সকালে গাবতলী পুলিশ চেকপোস্টে দেখা যায় ঢাকা ছেড়ে যাওয়ার ব্যক্তিগত যানবাহনের দীর্ঘ লাইন। ঢাকার বাইরে যাওয়া সব প্রাইভেটকার ও মাইক্রোবাস থামিয়ে দায়িত্বরত পুলিশ সদস্যরা যাত্রীদের জিজ্ঞাসাবাদ করছে। যারা সন্তোষজনক উত্তর দিতে পারছে তাদেরকে যেতে দেওয়া হচ্ছে।
তবে পুলিশ এখানে সব গাড়ির নম্বর লিখে রাখছে। পুলিশ সদস্যরা জানান, সকাল থেকে ঢাকা ছেড়ে বাইরে যাওয়ার ব্যক্তিগত যানবাহনের চাপ গাবতলী এলাকার অনেক বেশি। নানান অজুহাতে এবং সমস্যার কথা বলে লোকজন ঢাকা ছেড়ে বাইরে যাচ্ছে।
কয়েকদিন পরেই ঈদ। আগামীকাল থেকে গণপরিবহন চলাচল শুরু করবে। এ সময় ফেরিঘাটে এবং রাস্তায় ভিড় বাড়বে। ভিড় এড়িয়ে আগেভাগে গন্তব্যে পৌঁছার জন্য আজ থেকে ঈদযাত্রা শুরু করেছে।
জানা গেছে, যানবাহনের চাপ বেড়েছে ঢাকা-মাওয়া মহাসড়কে। লকডাউন শিথিল না হলেও আজ সকাল থেকেই যানবাহনের চাপ বেড়েছে মুন্সীগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে। সকাল নয়টা পর্যন্ত এই সেই গাছ দিয়ে কয়েক শো ব্যক্তিগত গাড়ি পার হয়েছে বলে জানা গেছে।
আগামীকাল বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিনে দুপুর থেকেই ঈদযাত্রা শুরু হলে এই ফেরিঘাটের চিত্র একেবারেই বদলে যাবে বলে ধারণা করা হচ্ছে। যানবাহনের চাপ বেড়েছে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে।
আজ সকাল থেকেই দৌলতদিয়া ঘাটের দিকে যাচ্ছে প্রাইভেটকার ও মাইক্রোবাস। সকাল থেকে পণ্যবাহী ট্রাকের পাশাপাশি পাটুরিয়া ফেরিঘাট থেকে বিপুল সংখ্যক ব্যক্তিগত গাড়ি পাড় করা হয়েছে। ফেরীতে ঢাকায় আসা যানবাহনের মধ্যে গরু ভর্তি ছোট বড় ট্রাকের সংখ্যা বেশি। গরু ভর্তি ট্রাকগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে।