প্রকাশ: ১৩ জুলাই ২০২১, ৩:৪১
আশাশুনি উপজেলার গুনাকরকাটি বেইলী ব্রিজের নিচে বেতনা নদীর চর থেকে সদ্যভূমিষ্ঠ কন্যাকে উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার ৫ ঘন্টা পর মৃত্যু বরণ করে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছ, মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে গুনাকরকাটি ব্রীজের নীচে বেতনা নদীর চরে কয়েকজন শ্রমিক মাটি কাটার কাজ করছিল।
এ সময় তারা পাশে নদীর চরে শিশুটিকে দেখতে পেয়ে পাশে গিয়ে দেখে মাথা ও মুখ থেতলানো রক্তাক্ত অবস্থায় রয়েছে। খবর পেয়ে কুল্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী দ্রুত ঘটনাস্থলে পৌছে শিশুটি কাপড়ে জড়িয়ে নিজেই মোটর সাইকেলে সাতক্ষীরা সদর হাসপাতালে আইসিইউতে ভর্তির ব্যবস্থা করেন।
চিকিৎসাধীন অবস্থায় ৫ ঘন্টা পর দুপুর পৌনে ১ টার দিকে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে।