প্রকাশ: ১৩ জুলাই ২০২১, ২২:০
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর নদ-নদীতে এক প্রকারের বিশেষ জাল দিয়ে নির্বিচারে ডিমওয়ালা মা মাছ ও পোনা মাছ শিকার করা হচ্ছে। এতে নদ-নদীগুলো মাছ শূন্য হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, নিষিদ্ধ কারেন্ট জালের পর শুরু হয়েছে চায়না জালের ব্যবহার। চায়না জাল নদীর এপার থেকে ওপার পর্যন্ত পেতে রাখা হয়। এতে সব ধরনের দেশীয় মাছ ধরা পড়ে। বিশেষ করে ডিমওয়ালা মাছ ধরায় ক্রমেই মাছ শূন্য হয়ে পড়ছে নদীগুলো।
জানা যায়, দীর্ঘদিন যাবত এক শ্রেণীর অসাধু মাছ ব্যবসায়ী বাজার থেকে চায়না জাল কিনে তার সাথে লোহার চিকন রিং দিয়ে বিশেষ কায়দায় ৭০/৮০ ফুট লম্বা এক ধরনের মাছ শিকারের ফাঁদ তৈরি করছেন। এসব ফাঁদের বাহারি নাম দিয়েছেন তারা। কেউ বলেন ম্যাজিক জাল, কেউ বলেন পাইলিং জাল, ড্রাগন জাল বলছেন কেউ কেউ।
উপজেলার দুধকমার নদের বিভিন্ন স্থানেএসব জাল দিয়ে অবাধে মাছ শিকার করা হচ্ছে। প্রতিদিন বিকেলে জাল পেতে সারারাত রাখার পর সকালে জাল তুলে মাছ ধরা হয়।জালে ধরা পড়ে বিলুপ্তপ্রায় বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ। ছোট বড় কোন মাছই বাদ যায় না। শুধু মাছই নয়, নদীতে থাকা ব্যাঙ, কুচে সহ জলজ প্রাণীও রক্ষা পাচ্ছে না এই জাল থেকে। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।উপজেলা মৎস্য কর্মকর্তা আদম মালিক চৌধুরী বলেন, যার নির্বিচারে ডিমওয়ালা মা মাছ ও পোনা নিধন করছে তাদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।