প্রকাশ: ১২ জুলাই ২০২১, ১৬:১০
নওগাঁর মান্দায় আত্রাই নদী থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কালিকাপুর বাজার সংলগ্ন আত্রাই নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উপজেলার কালিকাপুর বাজার সংলগ্ন এলাকায় আত্রাই নদীতে হঠাৎ এক নারীর মরদেহ ভাসতে দেখা যায়। পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
স্থানীয় কালিকাপুর বাজার এলাকার বাসন্দা ফিরোজ হোসেন জানান, রবিবার বিকেলে বাজারের একটি দোকানে বসে ছিলাম এসময় হঠ্যাৎ নদীর দিকে লক্ষ করলে দেখতে পাই একটি মরদেহটি নদীতে ভাসছে। এর পর বাজরের কয়েকজন নিশ্চিত হওয়ার জন্য গিয়ে দেখি সত্যিই একটি মরদেহ। তার পর আমরা বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। তিনি আরো বলেন, মরদেহটি অর্ধগলিত মুখ এবং শরীরের বেশির ভাগ অংশ থেকে মাংশ খসে পড়েছে যার কারনে চেহারা ভালো করে বোঝা যাচ্ছেনা।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, উদ্ধার হওয়া মরদেহটি একজন নারীর। তার পরনে পেটিকোট ও গায়ে প্রিন্টের ব্লাউজ ছিল। বয়স অনুমান ৪০ বছর। ধারনা করছি ৫/৬দিন আগের মরদেহটি। মুখ ও শরীরর অনেক অংশ পচে গেছে। চেহেরা ভালো করে বোঝা যাচ্ছেনা। ফরেনসিক পরীক্ষার জন্য রাজশাহী সিআইডির একটি টিম মরদেহটির হাতের ফিঙ্গারপ্রিন্ট ও শরীর থেকে নমুনা সংগ্রহ করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি সন্ধ্যা ৭টার দিকে নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এবিষযে থানায় একটি অপমৃত্যর মামলা হয়েছে।