প্রকাশ: ১১ জুলাই ২০২১, ৫:৩২
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারের রতনপুর সড়কের মাথায় রোববার রাত আটটার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায় ,রোববার আটটার দিকে দিকে বাচ্ছু মিয়ার মার্কেটের একটি লেপ তোষকের দোকান থেকে এই আগুনের সূত্রপাত হয়। পরে মূহুর্তের মধ্যেই আগুনের লেলিহানশিখা পাশের একটি খাবার হোটেল , একটি জুতার দোকান ও একটি গুডাউনসহ তিন দোকানে আগুন ছড়িয়ে পড়ে।
পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় ফায়ার কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা, কবিরুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে । তবে কেও হতাহতহয়নি। ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।