প্রকাশ: ১০ জুলাই ২০২১, ২৩:২৯
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় শনিবার (১০ জুলাই) নতুন করে আরো ৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৬৪ জনে। গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার নিতাই কুমার ঘোষ শনিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার করোনা উপসর্গ নিয়ে ৮৩ জনের র্যাপিড অ্যান্টিজেন টেস্টিং এর মাধ্যমে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন এবং সেই দিনই ৩১ জনের করোনায় আক্রান্ত হয়েছে বলে জানা যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উপজেলায় আক্রান্ত করোনা রোগী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে ১২ জন এবং নিজ বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ২৪৯ জন। এ পর্যন্ত আরোগ্য লাভ করেছেন ৫১৯ জন। এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ/প্রেরণ ২৬৪৮ টি ফলাফল পজিটিভ প্রমানিত ৭৮৩ এবং নেগেটিভ ১৮৬৪ টি। পরীক্ষার ফলাফল পাওয়া যায়নি ১১ টি। উপজেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২ জন।
করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২২ টি বেড নির্ধারিত। অক্সিজেন কনসেনটেটর ১৪ টি,অক্সিজেন সিলিন্ডার ৪০ টি, উপজেলার মোট ডাক্তারের সংখ্যা ৭ জন এবং নার্স ১৯ জন। চিকিৎসায় নিয়োজিত ডাক্তার নার্স সহ চিকিৎসাকর্মীদের এ পর্যন্ত ৭০০ পিপিই ও ৪৫০০ টি মাস্ক বিতরণ হয়েছে। করোনা ভাইরাস এ আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য এই উপজেলার কোন আইসিইউ (ICU) ব্যাবস্থা নেই। জরুরী চিকিৎসায় স্থানান্তর ও করোনা আক্রান্ত রোগীদের পরিবহনের জন্য একটা এম্বুলেন্স ও গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সী ১টি অ্যাম্বুলেন্স সরবরাহ করেছেন।