প্রকাশ: ৮ জুলাই ২০২১, ২৩:১৯
রাজবাড়ীর গোয়ালন্দে কঠোর লকডাউন না মানায় সকাল থেকে বেলা ৩ টা পর্যন্ত ১৩ টি মামলায় ১৩ জনকে ২৬০০'শত টাকা জরিমানা করেছেন উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৮ জুলাই) পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের জরিমানা আদায় করা হয়।
উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।এদিকে সকাল থেকে বেলা ২ টা পর্যন্ত দৌলতদিয়া ঘাট এলাকা, মহাসড়ক, গোয়ালন্দ বাজার সহ বিভিন্ন পাড়া মহল্লায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ সেনাবাহিনীর সদস্য, পুলিশ, আনসারদের সাথে নিয়ে টহল দিতে দেখা গেছে।
এ ব্যাপারে উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম বলেন, লকডাউন চলাকালে স্বাস্থ্যবিধি এবং করোনাকালীন বিধিনিষেধ অমান্য করায় এসব ব্যক্তিকে জরিমানা করা হয়। উপজেলায় করোনাভাইরাস সংক্রমণের হার আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় ১ জুলাই থেকে সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়। এরই পরিপ্রেক্ষিতে উপজেলার বিভিন্ন জায়গায় দোকান খোলার অপরাধে, মাস্ক ব্যবহার না করায়, স্বাস্থ্যবিধি না মানায় তাদেরকে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত করে জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করে, সেনাবাহিনীর সদস্য,বাংলাদেশ আনসার, এবং পুলিশ। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।