প্রকাশ: ৮ জুলাই ২০২১, ১৫:৫১
কক্সবাজারের উখিয়ার থাইংখালী থেকে ৫০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫। বুধবার দিবাগত রাতে থাইংখালী এলাকায় চেকপোস্ট স্থাপন করে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো উপজেলার পালংখালী ইউনিয়নের ধামনখালী এলাকার ছৈয়দের ছেলে মোঃ মোবারক (১৮), উত্তর রহমতেরবিল এলাকার মোঃ মফিজের ছেলে মোঃ সরওয়ার আলম (২২) ও একই এলাকার মোঃ মিয়ার ছেলে আব্দুল্লাহ আল মামুন (২১)।
র্যাব-১৫ জানায়, টেকনাফ-কক্সবাজার সড়ক হয়ে সিএনজি যোগে ইয়াবা পাচার হচ্ছে এমন সংবাদ পেয়ে র্যাব সদস্যরা উখিয়ার থাইংখালী বাজার সংলগ্ন কেন্দ্রীয় জামে মসজিদের সামনে চেকপোস্ট স্থাপন পূর্বক তল্লাশী অভিযান শুরু করে। তল্লাশীর একপর্যায়ে টেকনাফের দিক থেকে একটি সিএনজি চেকপোস্টের সামনে আসলে র্যাব সদস্যরা থামানোর সংকেত দিলে সিএনজি থেকে নেমে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়।
এ সময় অজ্ঞাত আরো দুজন পালিয়ে যেতে সক্ষম হয় ।পরে ধৃতদের হেফাজত থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
Attachments area