প্রকাশ: ২ জুলাই ২০২১, ০:৪৮
গত ২০ দিন ধরে কঠোর বিধিনিষেধ-লকডাউন চললেও কুষ্টিয়ায় করোনা পরিস্থিতির ভয়াবহ রূপ বজায় রয়েছে। জেলায় গত ২৪ ঘণ্টায় ১৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪০ শতাংশ। এবং আরও সাত জন করোনা পজেটিভ রোগীর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় ২১৮ জনের মৃত্যু হলো। এ ছাড়া ২৪ ঘণ্টায় ৮১ জন করোনা রোগী সুস্থ হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, হাসপাতালের দুইশ শয্যার বিপরীতে ২০৪ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে অর্ধেকের বেশি রোগীর অক্সিজেন প্রয়োজন হচ্ছে। এতে হিমশিম খাচ্ছে কৃর্তপক্ষ।গতকাল বৃহস্পতিবার থেকে সারা দেশে শুরু হওয়া কঠোর বিধিনিষেধের আজ দ্বিতীয় দিন। সরকার ঘোষিত কঠোর লকডাউন কার্যকরে সারাদেশের মতো কুষ্টিয়ায় মাঠে নেমেছে প্রশাসন।
এই বিধিনিষেধ বাস্তবায়নে পুলিশ ব্যাপক তৎপরতা চালাচ্ছে। অযথা বাইরে বের হলে এবং স্বাস্থ্যবিধি না মানলে ভ্রাম্যমান আদালত তাদের জরিমানার আওতায় আনছেন। সেনাসদস্যদের টহল দিতে দেখা গেছে। আগের দিনগুলোর তুলনায় শহরে মানুষ কম বের হয়েছে।এদিকে, কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম জানান, কঠোরভাবে লকডাউন বাস্তবায়ন করতে পুলিশ মাঠে তৎপর রয়েছে। জেলার বিভিন্ন পয়েন্টে পুলিশের চেকপোস্টে তল্লাশি করা হচ্ছে। এছাড়া বিধিনিষেধ প্রতিপালনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।