প্রকাশ: ১ জুলাই ২০২১, ১৬:৫২
বরিশাল জেলার হিজলা উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও ) বকুল চন্দ্র কবিরাজ এ বছর উপজেলা পর্যায় শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২০-২০২১ পেয়েছেন।বরিশাল জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে ৩০ জুন বুধবার সকাল ১১ টায় জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, হিজলা উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ এর হাতে শ্রেষ্ঠ পুরস্কার তুলে দিয়েছেন।
গত বছরের ১৩ জুন বকুল চন্দ্র কবিরাজ হিজলায় নির্বাহী অফিসার হিসেবে যোগদান করার পর থেকে এ বছর পর্যন্ত তিনি দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে সমন্বয় করে কাজ করে যাচ্ছেন। তার এই প্রশংসার দাবিদার হিসেবে তিনি এই শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করেছেন। এই পুরস্কার ঘোষণার পর থেকে হিজলার সকল পর্যায়ের মানুষের অভিনন্দনে সিক্ত হয়েছেন তিনি।