প্রকাশ: ২৯ জুন ২০২১, ২৩:৪১
ঢাকার আশুলিয়ায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও বিপ্লবী সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসাইন খান নিখিলের নির্দেশনায় আশুলিয়া থানা যুবলীগের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুন) সকালে আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার ও যুগ্ম আহ্বায়ক মইনুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে পাথালিয়া ইউনিয়নে নেতাকর্মীদের নিয়ে এ কর্মসূচীর উদ্বোধন করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জি,এস মিজানুর রহমান (মিজান) সহ থানা যুবলীগের সকল সদস্য। এ সময় তারা বিভিন্ন রকমের ১ হাজার গাছের চারা রোপন করে।
আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার বলেন, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সবুজ বাংলাদেশ স্বপ্ন বাস্তবায়নের দিকে বাংলাদেশকে এগিয়ে নিতে আশুলিয়া থানা যুবলীগ বৃক্ষরোপণ কর্মসুচীর উদ্বোধন করে।
যুগ্ন আহবায়ক মইনুল ইসলাম ভূঁইয়া বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী, জননেত্রী শেখ হাসিনার সোনার বাংলা গড়ার প্রত্যয় বর্ষার মৌসুমে পরিবেশের ভারসাম্য রক্ষায় আমরা আশুলিয়া থানা যুবলীগ বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছি। এটি চলমান থাকবে।