প্রকাশ: ২৯ জুন ২০২১, ১৮:৩০
গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা বন বিটের অধীনে বুটমিল এলাকায় শতাধিক দোকানপাট ভেঙ্গে ৩০ কোটি টাকা মূল্যের ৩একর বনের জমি উদ্ধার করেছে বন বিভাগ। কালিয়াকৈর সহকারি ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদনান চৌধুরী নেতৃত্বে, ওই বনের জমিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময়
বুটমেল এলাকা বড়ইবাড়ী টু সফিপুর আঞ্চলিক সড়কের দুই পাশে থাকা শতাধিক দোকানপাট ও খাদেম মার্কেটসহ বেকু দিয়ে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগের সহকারি বন রক্ষক সাজেদুল আলম, চন্দ্রা রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম দোলন, কাচিকাটা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম, চন্দ্রা স্টেশন কর্মকর্তা মঞ্জুরুল আলম, চন্দ্রা বিট কর্মকর্তা শরিফুল আলম খান চৌধুরী। তারিখ