প্রকাশ: ১৪ জুন ২০২১, ৩:১৮
"রক্ত দিন, জীবন বাচাঁন" এই শ্লোগানকে সামনে নিয়ে সাধারণ জনগণকে রক্তদানে উৎসাহিত করতে কুমিল্লার দেবীদ্বারে বর্নাঢ্য র্যালির আয়োজন করেছে দৃষ্টান্ত ফাউন্ডেশন।
সোমবার সকালে দেবীদ্বার সাব-রেজিস্ট্রি অফিসের সামনে থেকে র্যালিটি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন করে নিউমার্কেটে গিয়ে শেষ হয়।
দৃষ্টান্ত ফাউন্ডেশনের সভাপতি মোঃ সাইফ উদ্দিন রনীর সভাপতিত্বে র্যালিতে উপস্থিত ছিলেন, দেবীদ্বার থানা অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ছিদ্দিকুর রহমান ভূইয়া, জেলা পরিষদ সদস্য ও নারী নেত্রী শিরিন সুলতানা, পৌর ব্যবসায়ী সমিতির সভাপতি হিরন মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সদস্য লুৎফুর রহমান বাবুল, আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন, ব্লাড ফর দেবীদ্বার'র উপদেষ্টা ডা. শাহিন আলম সরকার, ব্লাড ফর দেবীদ্বারের সভাপতি আনোয়ার হোসেন, রক্তযোদ্ধা সাইফুল ইসলাম সজীব সহ দেবীদ্বারের রক্তদান সংগঠন গুলোর সদস্যরা।
আমাদের দেশে বছরে প্রায় সাড়ে ৪ লাখ ব্যাগ রক্তের প্রয়োজন হয়। অথচ রক্তের যোগান চাহিদার তুলনায় অপ্রতুল, একসময় দেবীদ্বার'র বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিক গুলোতে রক্তের যে পরিমাণ ঘাটতি ছিল তা দিন দিন অনেকটাই কমে এসেছে। গড়ে উঠেছে বিভিন্ন স্বেচ্ছায় রক্তদান সংগঠন, এখন বছরে যে পরিমাণ রক্তের প্রয়োজন হয় তার অধিকাংশই জোগান দিচ্ছে স্বেচ্ছায় রক্তদাতারা।
বিপদে মানুষের পাশে দাঁড়াতে পারাই রক্তদাতা স্বেচ্ছাসেবীদের তৃপ্তি, জীবনের ভয় কে উপেক্ষা করে করুণা মহামারীতেও এ সকল সংগঠনের তরুণ স্বেচ্ছাসেবীরা মানুষের বিপদে এগিয়ে এসে কাজ করে গেছে। পক্ষান্তরে রোগীর স্বজনরা ও আনন্দিত সহজে রক্ত পেয়ে।
দেবীদ্বারে রয়েছে দৃষ্টান্ত ফাউন্ডেশন, ব্লাড ফর দেবীদ্বার, ব্লাড ডোনার গ্রুপ, ব্লাড ক্যাম্প দেবীদ্বার সহ অনেক স্বেচ্ছায় রক্তদান সংগঠন।
দৃষ্টান্ত ফাউন্ডেশন'র সভাপতি সাইফুদ্দিন রনী বলেন, করোনা পরিস্থিতিতে স্বেচ্ছায় রক্তদাতারা জীবনের ঝুঁকি নিয়ে রক্তদান করে আসছেন। আমরা রক্ত দেয়ার পাশাপাশি রক্তদাতাদের উৎসাহিত করতে প্রতি বছরই স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন ও রক্তদাতাদের সম্মাননা দিয়ে আসছি। রক্তদাতাদের উৎসাহিত করতে প্রশাসন, স্বাস্থ্য বিভাগ সহ বিভিন্ন সংগঠন এগিয়ে আসলে স্বেচ্ছায় রক্তদাতারা আরো উৎসাহিত হবে। আজ বিশ্ব রক্তদাতা দিবসে, সাধারণ জনগণকে রক্তদানে উৎসাহিত করার লক্ষ্যে, আমরা রক্তদাতাদের নিয়ে উক্ত র্যালিটি আয়োজন করেছি।
#ইনিউজ৭১/জিয়া/২০২১