প্রকাশ: ১৩ জুন ২০২১, ২২:২৭
উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। এর প্রভাবে গত বুধবার থেকে উপকূলীয় এলাকায় থেমে থেমে হালকা থেকে মাঝারী বৃষ্টিপাত হচ্ছে।
বাতাসের চাপ কিছুটা বেড়েছে। সমুদ্রের পানির উচ্চতা ২ থেকে ৩ ফুট বৃদ্ধি পেয়েছে। তাই পটুয়াখালীর পায়রা বন্ধরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।
এছাড়া বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সাগরে বিচরন না করতে বলা হয়েছে। তবে মাছ ধরার উপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা থাকায় অধিকাংশ ট্রলার আগে ভাগেই মহিপুর-আলীপুরের পোতাশ্রয় শিববাড়িয়া নদীতে আশ্রয় নিয়েছে।
এদিকে অতি বৃষ্টিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পরেছে নিন্ম আয়ের খেটে খাওয়া শ্রমজীবি মানুষ। বর্তমানে অনেক শ্রমজীবিরি আয়ের পথ বন্ধ রয়েছে।
কলাপাড়া পৌর শহরের রিক্সা চালক স্বপন জানান, সড়কে যাত্রী তেমন একটা নেই। তাছাড়া সড়কে নামলেই বৃষ্টিতে ভিজতে হচ্ছে। তাই দুইদিন পর্যন্ত রিক্সা নিয়ে নামতে পারছিনা।
ভ্যান চালক রহিম মিয়া বলেন, ভ্যানে আসলে সবাই সৌখিন মালামাল বহন করে। বৃষ্টিতে এসব মালামাল বহন সম্ভব না। তাই তিনদিন পর্যন্ত আয় রোজগার বন্ধ।
পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা বলেন, জুন মাসের ১৩ দিনের মধ্যে ১১ দিনই বৃষ্টি হয়েছে। সামনের আরও ৫ দিন বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে।