প্রকাশ: ৬ জুন ২০২১, ১০:২৪
পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিন-পশ্চিম মৌসুমী বায়ু মায়ানমারের ইয়াঙ্গুন উপকূল পর্যন্ত অগ্রসর হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তল রয়েছে। আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। বাতাসের চাপ কিছুটা বৃদ্ধি পেয়েছে।
পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে। এই অবস্থায় পটুয়াখালীর উপকূলীয় এলাকায় বেধিবাঁধের বাইরে বসবাসরতরা বেশ দু:শ্চিন্তা রয়েছে। তবে গতকাল শেষ বিকালে উপকূলীয় এলাকায় সামান্য বৃষ্টিপাত হয়েছে। সাগরে ৬৫ দিনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা থাকায় অধিকাংশ ট্রলার ও নৌকা সমূহ মহিপুর আলীপুরের পোতাশ্রয় শিববাড়িয়া নদীতে নোঙর করা রয়েছে।