প্রকাশ: ১ জুন ২০২১, ১৯:২৮
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড হাজী আঃ গফুর মন্ডল পাড়া গ্রামে নিজ গৃহে গলায় ওড়না পেঁচিয়ে মোছাঃ কুলছুম বেগম (৪০) নামে এক গৃহবধূর আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (১লা জুন) বিকালে আনুমানিক সাড়ে ৪ টার দিকে নিজ গৃহে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়।
নিহত গৃহবধূর স্বামীর নাম মোঃ আমির ব্যাপারী (৪৫) এবং বাবার নাম মোঃ কালাম শেখ। তিনি উপজেলার উজানচর ইউনিয়নের বকারটিলা গ্রামের বাসিন্দা।
গৃহবধূর ছেলে বৌ সেতু আক্তার বলেন, 'আমি দুপুর বেলায় বাড়িতেই ছিলাম। আমি খেয়াল করিনি যে আমার শ্বাশুরীর ঘর বন্ধ। কিছুক্ষন পর আমার শ্বশুর এসে ঘর আটকানো দেখে আমি আর আমার শ্বশুর তাকে ডাকতে থাকি। দরজা খুলছে না বলে দরজা ধাক্কা দিয়ে খুলে দেখি শ্বশুরী ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে ঝুলছে।
নিহতের স্বামী আমির ব্যাপারী বলেন, 'আমার ৩ টি ছেলে আছে। মঙ্গলবার সকালে আমি নদীতে মাছ ধরতে যাই।দুপুরে মাছ বিক্রি করে বাড়ী এসে দেখি ঘরের দরজা বন্ধ দেখে আমার স্ত্রী কে ডাকতে থাকলে, দরজা না খুললে একপর্যায়ে ধাক্কা দিয়ে দরজা খুলে দেখি ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলতে দেখি।
তিনি আরো বলেন, আমরা দ্রুত তার গলা থেকে ওড়না খুলে দেখি দম আছে। আমাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে।পরে পাশের বাড়ীর একটি রিক্সায় করে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে রওনা হলে কিছুদূর যাওয়ার পর দেখি আর দম নেই। তারপর তাকে আবার বাড়ি নিয়ে আসি।
এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ্ আল তায়াবীর জানান, নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।