প্রকাশ: ২৮ মে ২০২১, ১৩:২৫
ময়মনসিংহের নান্দাইলে মাইক্রোবাস ও অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেছে দুজনের। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।নান্দাইল এলাকার আঠারবাড়ি-চৌরাস্তা সড়কে শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- উপজেলার বাঁশহাটি গ্রামের বাবর আলীর ছেলে শাহাব উদ্দিন (৪৫) এবং অন্যজন হলেন আব্দুল খালেক (৭০)। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ এ তথ্য নিশ্চিত করে বলেন, অটোরিকশাটি যাত্রী নিয়ে একটি আঠারবাড়ির দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কালো রঙের মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই খালেকের মৃত্যু হয়। পরে এ ঘটনায় গুরুতর আহত দুইজনকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা শাহাবুদ্দিনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত মুজিবুর রহমান (৩৫) নামে একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো।দুর্ঘটনার পর পুলিশ মাইক্রোবাসটি জব্দ করলেও চালক পালিয়ে গেছেন বলে জানান পুলিশের এ কর্মকর্তা।।