প্রকাশ: ২৪ মে ২০২১, ১৮:৩৫
তালুকদার মামুন নিজস্ব প্রতিবেদক :
বরিশালের হিজলা উপজেলা প্রশাসনের আয়োজনে ঘুর্ণিঝড় যশ মোকাবেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ এর সভাপতিত্বে তার সভাকক্ষে সোমবার ২৪ মে দুপুর ১২ টায় অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী- ঘুর্ণিঝড়ের সময় জানমালের ক্ষয়ক্ষতি কমাতে ঘুর্ণিঝড় শুরুর আগেই সকল এলাকায় সতর্কতামূলক মাইকিং করা হবে।
হিজলার ৬টি ইউনিয়নে ৬৯টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। প্রতিটি সাইক্লোন শেল্টারে আশ্রয়নেয়া মানুষের জন্য শুকনো খাবার( চিড়া, মুড়ি, গুড়) দিয়াশলাই, মোমবাতির ব্যবস্থা রয়েছে। দ্রুত পদক্ষেপ নিতে থানা পুলিশ, নৌপুলিশ, কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিসকে প্রস্তুত রাখা হয়েছে। এদেশের পাশাপাশি প্রতিটি ইউনিয়নের জনপ্রতিনিধের দেয়া স্বেচ্ছাসেবক টিম দায়িত্ব পালন করবে।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম, অফিসার ইনচার্জ অসীম কুমার সিকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবিদ হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আঃ গাফফার, ইউনিয়ন চেয়ারম্যানগণ সহ কোস্টগার্ড, নৌপুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যগণ।