প্রকাশ: ২৪ মে ২০২১, ৯:২০
বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলা থেকে বরিশাল নগরীর যোগাযোগের সহজ পথ লাকুটিয়া সড়কটি দীর্ঘদিন সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ১৫ কিলোমিটার এ সড়কের ৮ কিলোমিটার অংশের একাধিক স্থানে সড়ক ও কালভার্ট দেবে গিয়ে সৃষ্টি হয়েছে গভীর খাদের। ফলে প্রতিদিনই এ সড়কটিতে ছোট বড় দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে ছোট ছোট যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে বেশি। ফলে স্থানীয় যুব সমাজের ব্যাক্তিগত উদ্যোগে আধা কিলোমিটার সড়ক সংস্কার কাজ চলছে।
এলজিইডি’র দায়িত্বশীল সূত্রের দাবী, লাকুটিয়া সড়কটির একটি বড় অংশ দুটি পৌরসভার আওতাধীন। আর এলজিইডি’র আওতায় যে অংশ পড়েছে তা অনেকটাই ভাল। এছাড়া প্রশস্থকরণ প্রকল্পের কাজ শুরু হলে এ সড়কটির প্রতি বিশেষ গুরুত্ব দেয়া হবে। অপরদিকে এ সড়কটির কিছু অংশ সিটি কর্পোরেশনের হলেও সড়কটি সংস্কারের ব্যাপারে তাদের তেমন কোন আগ্রহ দেখা যাচ্ছে না।
সরেজমিনে লাকুটিয়া সড়কে গিয়ে দেখা গেছে, সড়কের একাধিক স্থানে খানাখন্দ সৃষ্টি হয়েছে। ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। বিশেষ করে তেতুলতলা নামক স্থান থেকে বরিশাল আরআরএফ পুলিশ লাইন্স পর্যন্ত সড়কের বেহাল দশা। স্থানীয়রা জানান, লাকুটিয়া সড়কের এ অংশটুকুতে প্রতিদিনই ছোট বড় দুর্ঘটনা ঘটছে। আর এতে অনেক মানুষ পঙ্গুত্ব বরণ করেছে।
তারা আরো জানান, প্রায় ৪ বছর পূর্বে এ সড়কটি সংস্কার করা হলেও ঠিকাদারী প্রতিষ্ঠানের নি¤œমানের কাজের কারণে বছর না ঘুরতেই সড়কে একাধিক স্থানে ঢালাই উঠে গেছে। আর গত বছর অতি বর্ষণে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
স্থানীয় প্রবীন বাসিন্দা শুক্কুর আলী জানান, কিছুদিন পূর্বে খানাখন্দে একটি ইজিবাইক উল্টে গিয়ে একজন যাত্রী নিহত হয়। তাতেও টনক নড়েনি স্থানীয় সরকার ও প্রকৌশলী অধিদফতর (এলজিইডি)’র বা স্থানীয় জনপ্রতিনিধিদের। এছাড়া সড়কটি মেরামত করা না হলে আগামী বর্ষা মৌসুমে যানবাহন চলাচল বন্ধ হওয়ার আশংকা করছেন তারা।
এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের ভোগান্তি কথা চিন্তা করে অধিক খানাখন্দ হওয়া প্রায় আধা কিলোমিটার সড়ক মেরামতের কর্মসূচি হাতে নেয় স্থানীয় যুবসমাজ। ঈদের কয়েকদিন পূর্বে সড়কটির তেতুলতলা থেকে বরিশাল আরআরএফ পুলিশ লাইন্স পর্যন্ত আধা কিলোমিটার রাস্তার মেরামতের কাজ শুরু করে কাশিপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিল্ববাড়ি এলাকার যুব সমাজ।
স্থানীয় যুব সমাজের উদ্যোক্তা ফরহাদ হোসেন ফুয়াদ জানান, লাকুটিয়া সড়কটির অধিকাংশ স্থানই খানাখন্দে ভরা। তবে তেতুলতলা থেকে আরআরএফ পর্যন্ত খানাখন্দ বেশি হওয়ায় এ অংশে প্রায়ই ছোট ছোট যানবাহন দুর্ঘটনায় পড়ছে। তাই সাধারণ মানুষের কথা চিন্তা করে বিল্ববাড়ি এলাকার যুব সমাজ ব্যাক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার কাজ করছেন।
রবিবার (২৩ মে) দুপুরে লাকুটিয়া সড়কের তেতুলতলা নামক স্থানে গিয়ে দেখা গেছে, স্থানীয় যুবক রাশেদ, সাইফুল, রায়হান, মিঠু, রফিক, শামিম ও স্বপনসহ অনেক যুবক সড়ক সংস্কার কাজে ব্যস্ত। তারা জানান, কোন পারিশ্রমিক নয়, নিজস্ব অর্থায়ন ও সেচ্ছাশ্রম দিয়ে সড়ক সংস্কার কাজ করছেন তারা। তাদের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে স্থানীয় বাসিন্দাদের দাবী, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন সড়কটি দ্রুত সংস্কারের ব্যবস্থা গ্রহণ করেন।
লাকুটিয়া সড়কের বাবুগঞ্জ উপজেলার অংশে সামান্য কিছু খানাখন্দ আছে স্বীকার করে এলজিইডি’র; বাবুগঞ্জ উপজেলার প্রকৌশলী মোঃ মনোয়ারুল ইসলাম বলেন, তবে তা সংস্কার করার মতো কোন কোন পরিকল্পনা তাদের নেই। তিনি বলেন, খানাখন্দ বেশি আছে সদর উপজেলার অংশে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) বরিশালের নির্বাহী প্রকৌশলী শরিফ মোঃ জামালউদ্দিন জানান, লাকুটিয়া সড়ক প্রশস্থকরণের একটি প্রকল্প প্রস্তাবনা দেয়া আছে যেখানে সড়কটি ২০ থেকে ২৪ ফুট চওড়া করা হবে। প্রকল্পটির অনুমোদন পেলে এ সড়কটির প্রতি বিশেষ গুরুত্বব দেয়া হবে।
নির্বাহী প্রকৌশলী আরো বলেন, এ সড়কটি দুটি উপজেলার আওতাধীন। তবে সড়কের যে স্থানগুলোতে খানাখন্দ রয়েছে তা সংস্কারের জন্য এলজিইডি’র নিয়মিত কাজের অংশ হিসেবে মেরামতের জন্য সংশ্লিষ্ট উপজেলা প্রকৌশলীদের নির্দেশনা দেয়া হবে।