প্রকাশ: ২১ মে ২০২১, ১৫:৪১
নওগাঁয় ফিলিস্তিনের গাজায় নিরীহ সাধারণ মানুষের ওপর ইসরাইলি বাহিনীর ধ্বংসযজ্ঞ ও নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে একুশে পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২১ মে) শহরের মুক্তির মোড়ে নওজোয়ান মাঠের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করে স্থানীয় সামাজিক সংগঠন একুশে পরিষদ। এতে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ফ্যাসিবাদী ইসরায়েলি বাহিনী রমজানের শেষার্ধে এবং ঈদুল ফিতরের দিন পবিত্র বায়তুল মোকাদ্দাসে হামলা করে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও হত্যাকান্ড চালায়। পরবর্তীতে ফিলিস্তিন এলাকায় একাধারে স্থলভাগে তান্ডবলীলা ও হত্যাকান্ড চালায়, অন্যদিকে বিমান ও রকেট হামলা করে বহু ঘর বাড়ি ধ্বংস করে যাচ্ছে।
নৃশংস ইসরায়েলি বাহিনীর আক্রমণে এ পর্যন্ত ১০০ শিশু ও নারী-পুরুষসহ দুই শতাধিক ফিলিস্তিনি নাগরিককে হত্যা করা হয়েছে। ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় মসজিদ, হাসপাতাল ও মিডিয়া ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস হয়ে গেছে। অনবরত হত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়ে বিশ্ব মানবতাকে ধ্বংস করেছে। ধ্বংসযজ্ঞ বন্ধ করে ইসরাইল এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ব নেতাদের আহব্বান জানানো হয়।
মানববন্ধন থেকে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়ে আরও বক্তব্য দেন এসময় একুশে পরিষদ নওগাঁর সভাপতি অ্যাড. ডি. এম. আব্দুল বারীর সভাপত্বিতে বক্তব্য রাখেন নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, তেতুলিয়া বিএমসি কলেজের অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেন জুয়েল, একুশে পরিষদের সাধারণ সম্পাদক এমএম রাসেল, বিন আলী পিন্টু, অ্যাডভোকেট মুকুল চন্দ্র কবিরাজ, রফিকুল ইসলাম, প্রতাপ চন্দ্র সরকার, মনোয়ার হোসেন লিটন, বিষ্ণু কুমার দেবনাথ প্রমুখ।
#ইনিউজ৭১/জিয়া/২০২১