প্রকাশ: ১২ মে ২০২১, ১৫:৪২
পটুয়াখালীর গলাচিপায় গরু চুরির অভিযোগে গনপিটুনিতে আল আমিন সরদার (২৬) নামের এক যুবক মৃত্যু হয়েছে। বুধবার ভোররাতে উপজেলার চরকাজল বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। মৃত আল আমিন চরকাজল ইউনিয়নের অলিল সরদারের ছেলে। এ ঘটনায় জলিল দর্জি ও ইব্রাহীম দর্জি নামের ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে গলাচিপা থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আল আমিন ভোররাতে চুরিকৃত ২ টি গরু নিয়ে চরকাজলের গ্যাস ফিল্ড বাজার সংলগ্ন মসজিদের দক্ষিন পার্শ্বে অবস্থান করছিল। এসময় এলাকাবাসিরা এতত্রিত হয়ে তাকে গনপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে সকাল দশটার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং ২ জনকে আটক করে থানায় নিয়ে আসে।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর শওকত আনোয়ার জানান, প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করা হয়েছে এবং হত্যা মামলার প্রস্তুতি চলছে। চুরি হওয়া গরু দুটি উদ্ধার করা হয়েছে।
#ইনিউজ৭১/জিয়া/২০২১