প্রকাশ: ৬ মে ২০২১, ১৮:১৭
ভূরুঙ্গামারীতে ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসন ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কর্মহীন হয়ে পড়া ট্রান্সজেন্ডার স¤প্রদায়ের ৩১ জনকে খাদ্য সহায়তার প্যাকেট প্রদান করে। প্রতি প্যাকেটে ছিল ১০ কেজি চাল, ২ কেজি আলু, আধা কেজি ডাল, ১ কেজি লবন ও আধা কেজি চিনি ।
বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর আলম, উপজেলা সদর চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আনিছুর রহমান, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
#ইনিউজ৭১/জিয়া/২০২১