প্রকাশ: ৫ মে ২০২১, ৪:৬
২২ দিন বন্ধ থাকার পরে স্বাস্থ্যবিধি মেনে বৃহস্পতিবার (৬ মে) থেকে আবারও চালু হচ্ছে গণপরিবহন। আর বৃহস্পতিবার থেকে জেলার অভ্যন্তরে চালু হতে যাওয়া গণপরিবহনের জন্য পাঁচ শর্ত জারি করেছে সড়ক পরিবহন কর্তৃপক্ষন (বিআরটিএ)। বুধবার রাতে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি।
বিআরটিএ'র পরিচালক (ইঞ্জিনিয়ার) শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাঁচ শর্ত সাপেক্ষে চলবে গণপরিবহন। এগুলো হলো-
করোনা সংক্রমণ রোধে ৫ এপ্রিল লকডাউন চলছে। সেদিন থেকে গণপরিবহন চলাচল বন্ধ। মাঝে কয়েকদিন মহানগর এলাকায় অর্ধেক আসন খালি রেখে বাস চলাচল করে। ১৪ এপ্রিল থেকে শুরু হওয়া 'সর্বাত্মক' লকডাউনে দূরপাল্লার সঙ্গে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ করা হয়েছে।
এতে কর্মহীন হয়ে পড়া শ্রমিকরা গণপরিবহন চালুর দাবিতে আন্দোলন করছেন। এ পরিপ্রেক্ষিতে জেলার অভ্যন্তরে গণপরিবহন চালুর অনুমতি দিয়ে বুধবার প্রজ্ঞাপন জারি মন্ত্রিপরিষদ বিভাগ।
#ইনিউজ৭১/জিয়া/২০২১