প্রকাশ: ৪ মে ২০২১, ১৬:১
কোভিড-১৯ করোনা ভাইরাস পরিস্থিতিতে খেটে খাওয়া, গরীব, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রয়াস হিসেবে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেনানিবাস সংলগ্ন ভূঞাপুরের গরীব অসহায় দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৪ মে) বঙ্গবন্ধু সেনানিবাসের উদ্যোগে পাথাইল কান্দি এলাকায় এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এসময় ঈদ সামগ্রী হিসেবে চাল,ডাল, তেল, চিনি, সেমাই, সাবান, মাস্ক এবং নগদ টাকা বিতরণ করা হয়।
বঙ্গবন্ধু সেনানিবাসের লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সোহেল রানা উপস্থিত থেকে এ উপহার সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন মেজর ইমরুল কায়েসসহ সেনাবাহিনীর অন্যান্য অফিসারবৃন্দ।
#ইনিউজ৭১/জিয়া/২০২১