প্রকাশ: ২ মে ২০২১, ২০:৪১
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রধান সড়ক হতেই রাস্তায় ভিড় বেড়েছে মালদহে। কিন্তু বারবার প্রচারেও মাস্ক নিয়ে হুঁশ ফেরেনি।
রোববার (২ মে) ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার প্রধান সড়ক অন্নদার মোড় হতেই রাস্তায় ভিড় বেড়েছে মানুষের। কিন্তু বারবার প্রচারেও মাস্ক নিয়ে হুঁশ ফেরেনি। ভিড় রাস্তাতেই দিব্যি বাচ্চাদের সঙ্গে করে বের হয়েছেন মহিলারা। মা, বাচ্চা কারোরই মুখে মাস্ক নেই। প্রশ্ন করতেই উত্তর তৈরি- তাড়াহুড়োয় ভুলে গিয়েছেন ।
উপজেলার অন্নদার, বাজার হতেই রাস্তায় ভিড় বেড়েছে মানুষের। কিন্তু বারবার প্রচারেও মাস্ক নিয়ে হুঁশ ফেরেনি। ভিড় রাস্তাতেই দিব্যি বাচ্চাদের সঙ্গে করে বের হয়েছেন।
এদিকে সরাইল- লাখাই সড়কে উচালিয়াপাড়া মোড়ে এলাকায় মাস্ক সিএনজির লুকিং গ্লাসে রেখে দিব্যি ব্যস্ততম রাস্তায় গাড়ি টানছে চালক। মুখে মাস্ক নেই কেন ? প্রশ্ন করতেই আজব যুক্তি। কখনো বললেন থুথু ফেলবো বলে মাস্ক খুলে রেখেছি , আবার কখনো বললেন ব্যস্ত রাস্তা পার হওয়ার জন্য মাস্ক খুলে রেখেছেন।
এদিকে রাস্তায় এ প্রতিনিধি ক্যামেরার সামনে ধরা পড়লেন মাস্ক বিহীন মহিলা। জিজ্ঞাসা করতে দ্রুত হেঁটে এড়িয়ে গেলেন, নিরুত্তর মহিলাকে দেখে মনে হল যেন কোনো প্রশ্নই কানে গেল না। এই মুহূর্তে সিএনজি থেকে নামলো ওষুধ কোম্পানির একজন তার মুখেও মাছ নেই।
#ইনিউজ৭১/জিয়া/২০২১