নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম আলুর মাঠ এলাকা থেকে ৭৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ রবিউল আলম নামের এক মাদক পাচারকারী কিশোরকে আটক করেছে ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানিক দল।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল)দিবাগত রাতে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ(ওসি) মুহাম্মদ আলমগীর হোসেনের দিক নির্দেশনায়, ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ(ওসি তদন্ত) দেলোয়ার হোসেনের নেতৃত্বে এসআই মুখলেছুর রহমান ও এএসআই রবিউল ইসলামসহ সঙ্গীয় টীম মাদক বিরোধী অভিযান চালিয়ে রবিউল আলম (১৭) নামের এক মাদক পাচারকারী কিশোরকে ৭৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করতে সক্ষম হয়।
আটক রবিউল আলম টেকনাফ উপজেলার হীৃলা ইউনিয়নের দরগাহ পাড়ার আব্দুস শুক্কুরের ছেলে।মামলায় একই এলাকার জসিম উদ্দিন (২৭) নামের আরেক যুবক পলাতক আছেন বলে পুলিশ সুত্রে জানা গেছে।
ইয়াবাসহ আটক কিশোর ও পলাতক আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় নাইক্ষ্যংছড়ি থানায় মামলা রুজু করা হয়েছে বলে ওসি মুহাম্মদ আলমগীর হোসেন ও ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ দেলোয়ার হোসেন সত্যতা নিশ্চিত করেন।
#ইনিউজ৭১/জি/হা/২০২১